সুখবর! মঙ্গলবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম কমার জেরে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। মঙ্গলবার ফের দাম কমল জ্বালানির। এদিন রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১৭ পয়সা কমে হয়েছে ৭৭.৫৬ টাকা। ডিজেলের দাম ১৫ পয়সা কমে হয়েছে ৭২.৩১ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৭৬.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে ৭৪.০৫ টাকা।
বাণিজ্য নগরী মুম্বাইয়েও জ্বালানির দাম কমছে। মঙ্গলবার মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম কমে হয়েছে ৮৩.০৭ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭৫.৭৬ টাকা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম কমে হয়েছে ৮০.৪২ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭৯.৩৬ টাকা।
Petrol and diesel prices in #Delhi today are Rs 77.43 per litre (decrease by Rs 0.13) and Rs 72.19 per litre (decrease by Rs 0.12), respectively. Petrol and diesel prices in #Mumbai are Rs 82.94 per litre (decrease by Rs 0.13) and Rs 75.64 (decrease by Rs 0.12), respectively. pic.twitter.com/uAJ9hE1SNm
— ANI (@ANI) 13 November 2018
উল্লেখ্য, বিভিন্ন মহলে জল্পনা চলছে ক্রুড অয়েলের বড় এক্সপোর্টর সৌদি আরব তেলের উৎপাদন কমাতে চলেছে। ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০ লাখ তেলের উৎপাদন করা কমিয়ে দেবে। এরপরই আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ২ শতাংশ বেড়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, অন্য দেশগুলিও যদি তেল উৎপাদন কমিয়ে দেয় তা হলে ফের দাম বাড়তে পারে ক্রুড অয়েলের। যার ফলে ফের দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের।