Tuesday, December 10, 2024
দেশ

ফিরছে স্বস্তি! পেট্রোল সস্তা হয়েছে ৪ টাকা

নয়াদিল্লি: ৪ অক্টোবর রেকর্ড ছুঁয়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। নয়াদিল্লিতে পেট্রোলের দাম হয়েছিল লিটার প্রতি ৮৪ ও মুম্বাইয়ে হয়েছিল ৯১.৩৪ টাকা। একই দিনে দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছিল ৭৫.৪৫ টাকা ও মুম্বাইয়ে দাম হয়েছিল ৮০.১০ টাকা। তবে আপাতত খানিকটা স্বস্তিতে রয়েছেন দেশবাসী। কারণ শেষ ১৮ দিনে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা। আর ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২.৩৩ টাকা।

পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অন্তঃশুল্কের উপর ছাড় দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে খুব একটা দাম কমার সুযোগ হয়নি। তবে লাগাতার রেকর্ড দাম বাড়ার পর ১৮ অক্টোবর থেকে কমতে শুরু করেছিল জ্বালানির দাম।

সোমবার দিল্লিতে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ২২ পয়সা ও ডিজেলের দাম কমেছে প্রতি পিছু ২০ পয়সা। এই মুহূর্তে দিল্লিতে পেট্রোলের দাম ৭৮.৫৬ টাকা ও ডিজেলের দাম ৭৩.১৬ টাকা। মুম্বাইয়ে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ২২ পয়সা ও ডিজেলের দাম কমেছে প্রতি পিছু ২১ পয়সা। মুম্বাইয়ে পেট্রোলের দাম ৮৪.০৬ টাকা ও ডিজেলের দাম ৭৬.৬৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৮০.৪৭ টাকা ও ডিজেলের দাম ৭৫.০২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮১.৬১ টাকা ও ডিজেলের দাম ৭৭.৩৪ টাকা।