Friday, June 20, 2025
Latestদেশ

৫ মাসের মধ্যে শুক্রবার সবথেকে সস্তা হল পেট্রোলের দাম

কলকাতা: শুক্রবার ফের দাম কমল জ্বালানির। এ দিন লিটার প্রতি ডিজেলের দাম ৫ পয়সা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। যার জেরে কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৬৭.০৯ টাকা। রাজধানী দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৬৪.৭৭ টাকা। বৃহস্পতিবারও লিটার প্রতি ডিজেলে ৫ পয়সা করে দাম কমেছিল।

শুক্রবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭১.৯৪ টাকা। যা গত প্রায় ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৭৪.৫৮ টাকা।

প্রসঙ্গত, ভারত দেশের মোট প্রয়োজনীয় তেলের প্রায় ৮০% বিদেশ থেকে আমদানি করে থাকে। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধীত তেল এবং টাকা-ডলারের দাম ওঠা-নামার সঙ্গে সঙ্গে ভারতের বাজারে তেলের দাম পরিবর্তিত হয়।

এদিকে, কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৯৬ টাকা। ডিসেম্বরের শুরুতে এক লাফে ১৯.৫০ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছিল ৭২৫.৫০ টাকা। ৩১ দিনেই সেই দাম বেড়ে হয় ২১.৫০ টাকা। এর পর এক ধাক্কায় দাম বাড়ল ১৪৯ টাকা।