দিওয়ালির আগে স্বস্তি, শনিবারে ফের কমল জ্বালানির দাম
নয়াদিল্লি: ফের কমল পেট্রোল-ডিজেলের দাম। দিওয়ালির আগে তাই কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। শনিবার পেট্রোলের দাম কমেছে ১৯ পয়সা, ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ১১ পয়সা। কলকাতায় লিটার পিছু দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৮৯ পয়সা। অন্যদিকে, ডিজেলের লিটার পিছু দাম দাঁড়িয়েছে ৭৫ টাকা ৩৯ পয়সা।
দাম কমেছে দিল্লি এবং মুম্বাইতেও। দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ৭৮ টাকা ৯৯ পয়সা। ডিজেলের দাম ৭৫ টাকা ৫৩ পয়সা। মুম্বাইয়ে লিটার পিছু পেট্রোলের দাম ১৯ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দাম ১২ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৬ পয়সা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর জেরে পেট্রোল ৬-৭ টাকার পর্যন্ত সস্তা হতে পারে।
Petrol and diesel prices in #Delhi are Rs 78.99 (decrease by Rs 0.19) and Rs 73.53 per litre (decrease by Rs 0.11), respectively. Petrol and diesel prices in #Mumbai are Rs 84.49 per litre (decrease by Rs 0.19) and Rs 77.06 per litre (decrease by Rs 0.12), respectively. pic.twitter.com/WstGj5FDjp
— ANI (@ANI) 3 November 2018
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। এছাড়া ডলারের নিরিখে টাকার দরও এখন বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে যার ফলে দাম কমেছে জ্বালানির। এ প্রসঙ্গে কেডিয়া কমোডিটির এমডি অজয় কেডিয়া জানিয়েছেন, সৌদি আরবে ক্রুড অয়েলের সাপ্লাই বৃদ্ধি পাওয়ায় দাম অনেকটাই পড়েছে জ্বালানির। দিওয়ালির আগে পেট্রপণ্যের দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ।