Thursday, December 12, 2024
দেশ

সুখবর! শুক্রবারে ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে লাগাতার কমেছে জ্বালানির দাম। সেই ধারা অব্যাহত রইল শুক্রবারেও। এদিন রাজধানী দিল্লিতে ১৯ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৯.১৮ টাকা এবং ১৪ পয়সা দাম কমে ডিজেলের দাম প্রতি লিটারে হয় ৭৩.৬৪ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের লিটার প্রতি ১৮ পয়সা কমে আজকের দাম ৮৪.৬৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ১৪ পয়সা কমে হয়েছে ৭৭.১৮ টাকা। চেন্নাই শহরে প্রতি লিটার পেট্রোলের দাম ৮২.২৬ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭৭.৮৫ টাকা। কলকাতায় আজকে প্রতি লিটার পেট্রোলের দাম ৮১.০৮ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৭৫.৫০ টাকা।

প্রসঙ্গত, গত বেশ কয়েক মাস ধরে ক্রমাগত নিয়ম করে বাড়ছিল পেট্রোপণ্যের দাম। নিত্য প্রয়োজনীয় জিনিসেও এর প্রভাব পড়েছিল। কেন্দ্র ও পেট্রোলিয়াম প্রস্তুতকারক সংস্থাগুলির যুক্তি ছিল, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে জ্বালানির দাম লাগামছাড়া হয়ে উঠেছিল। এর সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু আন্তর্জাতিক কারণও। কিন্তু পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার আগেই গত কয়েকদিন ধরে লাগাতার কমেছে পেট্রোল-ডিজেলের দাম।