Thursday, September 19, 2024
দেশ

মঙ্গলবার ফের দাম কমল পেট্রোল-ডিজেলের

কলকাতা: সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মঙ্গলবার ফের দাম কমল জ্বালানির। এই নিয়ে টানা ছ’দিন দাম কমল পেট্রোল-ডিজেলের। জ্বালানি তেলের দর কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী। এদিন এক ধাক্কায় পেট্রোলর দাম কমেছে লিটার প্রতি ১৪ পয়সা। ডিজলের দাম কমেছে ১০ পয়সা।

এর জেরে কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭২.৫৫ টাকা। ডিজেল কমে হয়েছে ৬৭.২৯ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭০.৪৪ টাকা এবং ডিজেলের দাম কমে হয়েছে ৬৫.৫১ টাকা।

বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭৬.০৮ টাকা। ডিজেল কমে হয়েছে ৬৮.৫৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭৩.১১ টাকা। ডিজেল কমে হয়েছে ৬৯.২০ টাকা।

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের নিরিখে টাকার দামের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।