এক মাসে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ৭ টাকা ২৯ পয়সা
নয়াদিল্লি: গত ২৯ দিন ধরে ক্রমশই কমছে পেট্রোলের দাম। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। গত এক মাসে পেট্রোলের দাম কমেছে লিটারে ৭ টাকা ২৯ পয়সা। ডিজেলে কমেছে ৩ টাকা ৮৯ পয়সা। গত অাগস্টের ১৬ তারিখ থেকে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছিল ৬.৮৬ টাকা প্রতি লিটার। ডিজেলে বাড়ে লিটারে ৬.৭৩ টাকা। ১৭ অক্টোবর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে যার জেরে জ্বালানির দাম কমছে।
রবিবার কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ৭৮.৬৫ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭৩.৪২ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৭৬.৭১ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭১.৫৬ টাকা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮২.২৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৭৪.৯৭ টাকা।
Petrol price cut by 20 paise; rates back at mid-August levelshttps://t.co/ZaGHJETkli pic.twitter.com/uGtKwfg3Mx
— Hindustan Times (@htTweets) 18 November 2018
উল্লেখ্য, দিল্লিতে অক্টোবর মাসে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪ টাকা হয়ে যায়। মুম্বাইয়ে সর্বোচ্চ দাম হয় লিটার পিছু ৯১.৩৪ টাকা। লাফিয়ে লাফিয়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় সমালোচনার চাপে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জ্বালানির ওপর থেকে ১.৫০ টাকা শুল্ক হ্রাস করার কথা ঘোষণা করেন। পাশাপাশি তেল কোম্পনিগুলিকেও দাম কমানোর নির্দেশ দেন। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মেলে মানুষের।