মধ্যবিত্তের জন্য সুখবর, ক্রমশ দাম কমছে পেট্রল-ডিজেলের
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরেই দাম কমেছে পেট্রোল-ডিজেলের। এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার ফের দাম কমেছে পেট্রোল ডিজেলের। এদিন লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১৫ পয়সা। ডিজেল কমেছে ১০ পয়সা লিটার পিছু। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৭.২৮ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম কমে হয়েছে ৭২.০৯ টাকা।
বাণিজ্য নগরী মুম্বাইয়েও বেশ কিছুটা কমেছে জ্বালানির দাম। ১৪ পয়সা কমে পেট্রোলের দাম হয়েছে ৮২.৮০ টাকা। অন্যদিকে ১১ পয়সা কমে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৭৫.৫৩ টাকা। অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলে দাম কমে হল ৭৯.২১ টাকা লিটার ও ডিজেলের দাম হল ৭৩.৯৪ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৯.৭৭ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম কমে হয়েছে ৭৬.৩৬ টাকা।
Petrol and diesel prices in #Delhi today are Rs 77.28 per litre (decrease by Rs 0.15) and Rs 72.09 per litre (decrease by Rs 0.10), respectively. Petrol and diesel prices in #Mumbai are Rs 82.80 per litre (decrease by Rs 0.14) and Rs 75.53 (decrease by Rs 0.11), respectively. pic.twitter.com/32YaYizUCK
— ANI (@ANI) 15 November 2018
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের জোগান বাড়ায় তেলের দাম বেড়েছে। এছাড়া ক্রুড অয়েলের দাম কমায় দেশজুড়ে গত কয়েকদিনে বেশ অনেকটাই কমেছে পেট্রোল-ডিজেলের দাম। ফলে তেলের দাম আরও কমবে বলে মনে করা হচ্ছে।