সুখবর! ফের কমল পেট্রোল-ডিজেলের দাম
নয়াদিল্লি: ফের জ্বালানির দাম কমল। উত্পাদন খরচ হ্রাস পাওয়ায় কমল পেট্রল-ডিজেলের দাম। শুক্রবার দিল্লিতে লিটার প্রতি ২৫ পয়সা কমে পেট্রোলের দাম হয়েছে ৮০.৮৫ টাকা। ডিজেলের দাম কমেছে প্রতি লিটার ০.০৭ পয়সা ও আজকের দাম ৭৪.৭৩ টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম কমেছে প্রতি লিটারে ২৫ পয়সা ও আজকের দাম ৮৬.৩৩টাকা ও ডিজেলের দাম কমেছে ০.০৮ পয়সা করে ও শুক্রবারের দর ৭৮.৩৩ টাকা।
কলকাতা পেট্রোলের দাম লিটার প্রতি ৮২.৯৫ টাকা। ডিজেলের দাম কমেছে ০.০৫ পয়সা করে ও আজকের দাম হয়েছে ৭৬.৬৫ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে কমেছে ২১ পয়সা ও শুক্রবারের দাম ৮৪.২৮ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ০.১১ পয়সা কমে হয়েছে ৭৯.০৯ টাকা।
Petrol&diesel prices in #Delhi today are Rs 80.85 per litre (decrease by Rs 0.25) & Rs 74.73 per litre (decrease by Rs 0.07), respectively. Petrol&diesel prices in #Mumbai today are Rs 86.33 per litre (decrease by Rs 0.25) & Rs 78.33 per litre (decrease by Rs 0.08), respectively. pic.twitter.com/fVdzyo9fnV
— ANI (@ANI) 26 October 2018
গত ৫ অক্টোবর আমদানি শুল্ক কমানোর জেরে প্রতি লিটার পেট্রলের দাম কমে লিটারে ২.৫০ টাকা এবং ডিজেল লিটারে ১.৫০ টাকা। এছাড়া সরকার নিয়ন্ত্রিত তেল সরবরাহকারী সংস্থাগুলিকে লিটার প্রতি আরও ১ টাকা কমানোর নির্দেশ দেয় কেন্দ্র। ভ্যাট কমানোয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলের দাম আরও কিছুটা কমেছে।