Tuesday, March 25, 2025
Latestদেশ

অষ্টমীতে ফের দাম কমল জ্বালানির, স্বস্তিতে মধ্যবিত্ত

কলকাতা: দুর্গাপুজোর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পেট্রল-ডিজেলের দাম। মাসের শুরুতে রান্নার গ্যাসের দামও বেড়েছিল। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের কপালে। কারণ জ্বালানির দাম বাড়লে বেড়ে যাবে জিনিসপত্রের দামও। আর পুজোর মুখে মূল্যবৃদ্ধি অবশ্যই আমজনতার কাছে কখনও স্বস্তির খবর নয়। তবে আজ রবিবার, অষ্টমীতে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দাম কমল জ্বালানির।

রবিবার দেশজুড়ে পেট্রোলের দাম ১৪-১৬ পয়সা কমেছে। আর ডিজেলের দাম কমেছে ১১ থেকে ১৩ পয়সা। কলকাতায় এ দিন পেট্রলের দাম লিটারে ৭৬.৫৩ টাকা আর ডিজেলের দাম লিটারপিছু ৬৯.৩৯ টাকা।

রাজধানী দিল্লিতে আজ লিটারপিছু পেট্রোলের দাম ৭৩.৮৯ টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু ১২ পয়সা কমে হয়েছে ৬৭.০৩ টাকা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে লিটারপিছু পেট্রোলের দাম ৭৯.৫০ টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু ৭০.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৭৬.৭৪ টাকা এবং ডিজেলের দাম লিটারপিছু ৭০.৮১ টাকা।