সুখবর! বুধবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম
নয়াদিল্লি: জ্বালানির দাম যে ভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল ঠিক সে ভাবে না হলেও কমছে। রেকর্ড দামে পৌঁছনো পেট্রোল ও ডিজেলের দামই গত বেশ কয়েকদিন ধরে নিম্নগামী। যা মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর ৷ বুধবার ফের দাম কমল পেট্রোল-ডিজেলের। এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১৩ পয়সা কমে প্রতি লিটার হয়েছে ৭৭.৪৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ১২ পয়সা কমে হয়েছে ৭২.১৯ টাকা।
মুম্বাইয়েও কমেছে জ্বালানির দাম। বুধবার পেট্রোলের দাম কমে হয়েছে ৮২.৯৪ টাকা প্রতি লিটারে। ডিজেল হয়েছে প্রতি লিটার ৭৫.৬৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ১৩ পয়সা কমে লিটার প্রতি হয়েছে ৮০.৪২ টাকা। ডিজেলের কমে হয়েছে ৭৬.৩০ টাকা ৷ কলকাতায় পেট্রোল কমে লিটার প্রতি ৭৯.৩৬ টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম কমে হয়েছে ৭৪.০৫ টাকা।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের এই মূল্য হ্রাসের প্রভাব চলবে। যার ফলে আগামী কিছু দিন এই ভাবে দুই জ্বালানির দাম কমতে থাকবে। নিঃসন্দেহে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ে অনেকটা স্বস্তি দেবে কেন্দ্র তথা বিজেপিকে।
অন্য দিকে, আগামী দিনে তেল উৎপাদন কমাতে পারে সৌদি আরব। প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে পারে সৌদি আরব। আন্তর্জাতিক বাজারে এর জেরে ইতিমধ্যেই ক্রুড অয়েলের দাম ২ শতাংশ বেড়ে গিয়েছে। অন্যদেশগুলিও যদি সৌদি আরবের মতো তেল উৎপাদন কমিয়ে দেয় তাহলে আগামী দিনে ফের অনেকটাই বেড়ে যাবে জ্বালানির দাম।