মধ্যবিত্তের জন্য সুখবর! মঙ্গলবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমায় লাগাতারভাবে কমছে পেট্রোল-ডিজেলের দাম। মঙ্গলবার ফের কমল পেট্রোল- ডিজেলের দাম। এই নিয়ে টানা ১৩ দিন ধরে দাম কমল পেট্রোল ও ডিজেলের। সূত্রের খবর, আগামী আরও কয়েকদিনও এইভাবে কমবে জ্বালানির দাম। যার ফলে ৭০ টাকার নীচে নামতে পারে পেট্রোলের দাম বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২১ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৭১.৭২ টাকা। ডিজেলের দাম ২৯ পয়সা কমে হয়েছে ৬৬.৩৯ টাকা প্রতি লিটারে। মুম্বাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭৭.২৯ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৬৯.৪৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭৩.৭৫ টাকা এবং ডিজেলের দাম কমে হয়েছে লিটার পিছু ৭০.০৯ টাকা। কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে ৭৩.৭৫ টাকা এবং ডিজেলের দাম কমে হয়েছে ৬৮.১২ টাকা।
Have you checked out the #fuel prices in your city?#Petrol #Diesel #FuelPrices pic.twitter.com/ue3oaXEmAn
— moneycontrol (@moneycontrolcom) 4 December 2018
আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম কমেছে ২৭ ডলার। এর পাশাপাশি ভারতীয় মুদ্রাও ডলারের নিরিখে ঘুরে দাঁড়িয়েছে। যার ফলে ক্রমশ দাম কমছে জ্বালানির। সূত্রের খবর, আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও পড়তে পারে। যার জেরে ৭০ টাকার নীচেও নেমে যেতে পারে পেট্রোলের দাম।