Tuesday, December 10, 2024
দেশ

সুখবর! শনিবারে ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ কমছে পেট্রোল ও ডিজেলের দাম। শনিবারেও কমল জ্বালানির দাম। রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম ১৯ পয়সা কমে আজকের দাম লিটার প্রতি ৭৬.৯১ টাকা। ডিজেলের দাম ১৯ পয়সা লিটার পিছু কমে হয়েছে ৭১.৭৪ টাকা।

বাণিজ্য নগরী মুম্বাইয়েও কমেছে জ্বালানির দাম। এদিন মুম্বাইয়েও পেট্রোলের দাম ৮২.৪৩ টাকা। ডিজেলের দাম ৭৫.১৬ টাকা।চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৯.৮৭ টাকা ও ডিজেলের দাম ৭৫.৮২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৭৮.৮৫ টাকা ও ডিজেলের দাম ৭৩.৬০ টাকা। ক্রুড অয়েলের দাম কমায় দেশজুড়ে গত কয়েকদিনে বেশ অনেকটাই কমেছে পেট্রোল-ডিজেলের দাম।

উল্লেখ্য, পিটিএম এই অ্যাপ ব্যবহার করে তেল কিনলে ৭,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ২০১৯ সালের ১ অাগস্ট পর্যন্ত এই অফারটির বৈধতা থাকবে। ৪৮ ঘণ্টার মধ্যে Paytm ওয়েলেটে টাকা চলে আসবে। পাম্পে গিয়ে তেল ভরার আগেই পিটিএমের অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। প্রতি দশম ট্রানজাকশনে ১৩৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়া Mobikwik-এর কিছু নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকে পেট্রোল-ডিজেল কেটাকাটায় Mobikwik-ও প্রচুর ছাড় দিচ্ছে । ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফারের বৈধতা থাকছে। ৫০ টাকা বা তার উপরে ট্রানজাকশনের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন আপনি। তবে এই ক্যাশব্যাক পরবর্তী ১ মাস পর্যন্তই বৈধ থাকবে।

অন্যদিকে, PhonePe অ্যাপের মাধ্যমে আপনি জ্বালানির উপর ৪০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে ৪০ টাকা আপনি হাতে পাবেন না। মোবাইল ওয়ালেটে পেয়ে যাবেন ৪০ টাকা ক্যাশব্যাক। তার জন্য অবশ্য ১০০ টাকা বা তার অধিক টাকার তেল কিনতে হবে। শুধু তাই নয়, অ্যাপটি ডাউনলোড করলে প্রথমবার পেট্রোল কেনার জন্য ১০০ টাকার গিফ্ট ভাউচার দেওয়া হবে। অ্যাপটি শেয়ার করলেও পেয়ে যাবেন ১০০ টাকার একটি গিফ্ট ভাউচার।