Sunday, September 15, 2024
দেশ

আমজনতার স্বস্তি দিয়ে রবিবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: আমজনতাকে স্বস্তি দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার কমছে জ্বালানির দাম। সেই ধারাকে অব্যাহত রেখে রবিবারেও কমল পেট্রোল-ডিজেলের দাম। এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১৬ পয়সা কমে হয়েছে ৭৭.৭৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ১২ পয়সা কমে হয়েছে ৭২.৪৬ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৬ পয়সা কমে আজকের দাম ৮৩.২৪ টাকা। ডিজেলের দাম লিটার পিছু ১৩ পয়সা কমে আজকের দর ৭৫.৯২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮০.৯০ টাকা। ডিজেলর দাম কমে হয়েছে ৭৬.৭২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১৭ পয়সা কমে হয়েছে ৭৯.৮১ টাকা। ডিজেলের দাম ১৬ পয়সা কমে আজকের দাম ৭৪.৪৪ টাকা।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানো হয় লিটার পিছু ১.৫০ টাকা করে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিও ১ টাকা করে দাম কমায়। তাছাড়া তেলের মূল্য হ্রাস পেয়েছে ইরানের ওপর আমেরিকার মনোভাব নরম করার জন্য। আপাতত আটটি দেশ ইরান থেকে তেল আমদানিতে সায় দিয়েছে আমেরিকা।