Sunday, September 15, 2024
দেশ

ফের কমল প্রেট্রোল-ডিজেলের দাম, আরও আশার দিন দেখছে দেশ

নয়াদিল্লি: গত কয়েকদিনের ধারাকে অব্যাহত রেখে আজ সোমবারও কমল প্রেট্রোল-ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম ৭৯.৬৫ টাকা ও ডিজেলের দাম ৭৪.৩২ টাকা। দুটি ক্ষেত্রেই প্রায় ১২ পয়সা কমেছে দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১৭ পয়সা কমে হয়েছে ৭৭.৫৬ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ১৫ পয়সা কমে আজকের দাম ৭২.৩১ টাকা।

মুম্বাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৭ পয়সা কমে আজকের দাম ৮৩.০৭ টাকা ও ডিজেলের দাম ১৬ পয়সা কমে আজকের দাম লিটার পিছু ৭৫.৭৬ টাকা। চেন্নাইয়ে লিটার প্রতি ১১ পয়সা করে কমেছে পেট্রোলের দাম ও আজকের দর ৮০.৭৩ টাকা। ডিজেলের দাম ১৩ পয়সা কমে হয়েছে ৭৬.৫৯ টাকা।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে আগুন হয়েছিল পেট্রোপণ্যের দাম। অবশেষে সেই দাম নভেম্বরে কমছে। এখনও পর্যন্ত অক্টোবরের তুলনায় দুই জ্বালানির দামই মোটামুটি ১০ শতাংশ হারে কমেছে। জানা গেছে, ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের এই মূল্য হ্রাসের প্রভাব চলবে। আগামী কিছু দিন এই ভাবে দুই জ্বালানির দাম কমতে থাকবে। নিঃসন্দেহে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ে অনেকটা স্বস্তি দেবে কেন্দ্রের মোদী সরকারকে।