Thursday, June 19, 2025
Latestদেশ

ধর্মীয় কারণে নিপীড়িতদের উন্নত জীবনের নিশ্চয়তা দেবে নাগরিকত্ব সংশোধনী বিল: মোদী

নয়াদিল্লি: ২০২৪ সালের মধ্যেই সারা দেশেই এনআরসি লাগু করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার আগে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন এবং পার্সি ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর বিজেপি। সেজন্য নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে মরিয়া বিজেপি। শুক্রবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জোরদার সওয়াল করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

হিন্দুস্তান টাইমস লিডারশীপ সামিটে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা ধর্মীয় কারণে নিজেদের দেশে নিপীড়নের শিকার, তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন। তারা যাতে আগামীতে উন্নত জীবনের অধিকারী হতে পারে তা নিশ্চিত করবে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী বিল। উল্লেখ্য, এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মুখ খুললেন।


পাশাপাশি, অযোধ্যা রায় সম্পর্কে নরেন্দ্র মোদী বলেন, আগে এ সম্পর্কে অনেক জল্পনা-কল্পনা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার পরে সে সবই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা বাতিল ইস্যুতে তিনি বলেন, সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে কঠিন বলে মনে হতে পারে তবে এটি জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের মনে উন্নয়নের নতুন আশা জাগিয়ে তুলেছে।

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এই বিলে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন এবং পার্সি ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। খুব শ্রীঘ্রই বিলটি সংসদে পেশ করা হবে বলে খবর।