কর্ণাটকে বিরাট জয় পেল বিজেপি, বিরোধীদের শিক্ষা দিল মানুষ, বললেন মোদী
বেঙ্গালুরু: কর্ণাটকের মসনদে থাকছেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পাই। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে বিজেপির দরকার ছিল অন্তত ৬টি আসনে জয়। সেখানে ১৫টি আসনের মধ্যে ১২টিতেই জয় পেল বিজেপি। ২টি আসনে জিতেছে কংগ্রেস আর ১টিতে জিতেছে নির্দল।
এই বিরাট জয়ের ফলে কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বিজেপি। এই বিরাট জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিএস ইয়েদুরাপ্পা বলেন, মানুষের রায়ে আমরা খুশি। এই সাফল্যের পর প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা জনাদেশের বিরুদ্ধে গিয়েছিলেন, মানুষ তাঁদের শাস্তি দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক বলত দক্ষিণে বিজেপির প্রভাব সীমিত। তবে উপনির্বাচনে কর্ণাটকবাসী তাদেরকে গণতান্ত্রিক উপায়ে হারিয়ে শাস্তি দিয়ে দিয়েছে। কর্নাটকে পেছনের দরজা দিয়ে জনাদেশ চুরি করেছিল কংগ্রেস। কর্নাটকের মানুষ কংগ্রেসকে শিক্ষা দিল।
এ দিন সকালে ফল ঘোষণার শুরু থেকেই বিজেপির পাল্লা ভারী হতে থাকে। গত ৫ ডিসেম্বর কর্ণাটকে ১৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২২৪ আসনের বিধানসভায় এই মুহুর্তে বিজেপির পক্ষে সমর্থন রয়েছে ১০৭ বিধায়কের। অন্যদিকে, কংগ্রেস ও জেডিএসের আসন সংখ্যা যথাক্রমে ৬৬ ও ৩৪। সরকার টিকিয়ে রাখতে বিজেপির দরকার ছিল অন্তত ৬টি আসনের। ১২টিতে জয় পাওয়ায় আপাতত স্বস্তির নিশ্বাস ফেলেছেন ইয়েদুরাপ্পা।