রাজ্যের মানুষ বদল আনতে তৈরি, বাংলায় বিজেপির সরকার আসছে: বাবুল সুপ্রিয়
কলকাতা: ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার বাংলার সাধারণ মানুষের সেবা দিতে পুরোপুরি ব্যর্থ। তাঁর অভিযোগ, রাজ্যবাসীর প্রতি অন্যায় করা হচ্ছে। বাবুলের কথায়, এই সরকার রাজ্যের জনগণকে সব দিক থেকেই বঞ্চিত করেছে। পশ্চিমবঙ্গের মানুষ বদল আনতে তৈরি। বাংলায় বিজেপির সরকার আসছে।
আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, রাজ্যবাসীকে সবদিক থেকে বঞ্চিত করা হচ্ছে। জনগণের প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে। বাংলাকে কেন্দ্রের বহু যোজনা থেকে বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভা প্রসঙ্গে তিনি বলেন, বাংলায় বদল আসছে। অমিত শাহের ভার্চুয়াল সভা সেটা প্রমাণ করেছে।
উল্লেখ্য, অমিত শাহের ভার্চুয়াল সভা সভার পর এবার রাজ্যজুড়ে আরও ৫ টি বড় মাপের ভার্চুয়াল সভা করবে বিজেপি। এই ভার্চুয়াল সভাগুলিতে রাজ্য নেতৃত্বের পাশাপাশি স্মৃতি ইরানি, জে পি নাড্ডা, বাবুল সুপ্রিয়-সহ একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরাও থাকবেন।
বাবুল সুপ্রিয় এদিন অভিযোগ করেন, শুধুমাত্র রাজনৈতিক কারণেই কিষান নিধি যোজনা, আয়ুষ্মান ভারতের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার গ্রহণ করেনি। রাজ্যবাসীকে বঞ্চিত করা হয়েছে এসব সুবিধা থেকে।