Monday, March 17, 2025
দেশ

৭০ বছর বিচ্ছিন্নতাবাদের সঙ্গে লড়াইয়ের পর কাশ্মীরে নবযুগের সূচনা হয়েছে: মোদী

গান্ধীনগর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯তম জন্মদিন। জন্মদিনেরও তাঁর বক্তব্যে ওঠে আসল কাশ্মীর প্রসঙ্গ। সকালে মায়ের থেকে আর্শীবাদ নিয়ে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তিসহ আরও কিছু প্রকল্প ঘুরে দেখেন তিনি। পরে একটি জনসভায় মোদী বলেন, ৭০ দশক ধরে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে লড়াইয়ের পর জম্মু-কাশ্মীরে নবযুগের সূচনা হয়েছে।

সোমবারই গুজরাটে যান মোদী। মঙ্গলবার সকালে সেখান থেকে যান নর্মদার কেবাড়িয়াতে। সেখানে সর্দার পটেল মূর্তি ঘিরে গড়ে ওঠা প্রকল্পগুলি ঘুরে দেখেন। এরপর যোগ দেন জনসভায়। যাওয়ার পথে বিমান থেকে সর্দার প্যাটেলের মূর্তির একটি ভিডিও তোলেন।

সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদী লিখেছেন, বিশাল এই স্ট্যাচু অব ইউনিটি দেখুন। মহান সর্দার প্যাটেলকে  শ্রদ্ধা জানাই। জনসভায় গুজরাটের উন্নয়ন প্রসঙ্গেের পাশাপাশি কাশ্মীর ইস্যুতেও বক্তব্য রাখেন তিনি। মোদী বলেন, জম্মু-কাশ্মীরের মানুষকে ৭০ বছর ধরে বিচ্ছিন্নাবাদীদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তবে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে দেশ। দশকের পর দশক ধরে চলতে থাকা সমস্যা সমাধান হয়েছে। কাশ্মীর, লাদাখের মানুষের সহযোগিতায় জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা হবে।

স্ট্যাচু অব ইউনিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাত্র ১১ মাসে ২৩ লাখ পর্যটক স্ট্যাচু অব ইউনিট দেখতে এসেছেন। এখানে গড়ে সাড়ে ৮ হাজার পর্যটক এখানে আসেন প্রতিদিন। তিনি জানান, ১৩৫ বছরের আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি দেখতে যেখানে প্রতিদিন ১০ হাজার পর্যটক আসে, সেখানে মাত্র ১১ মাসে স্ট্যাচু অব ইউনিটি পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্থানীয় যুবকদের রোজগারের সুযোগ মিলছে বলেও জানান মোদী।