Saturday, June 21, 2025
Latestদেশ

ভারত মাতা কি জয়, যাঁরা বলবেন তাঁরাই এদেশে থাকবেন: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী

সিমলা: রাজধানী দিল্লিতে হিংসা অব্যাহত। এহেন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি শাসিত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলেন, ভারত মাতা কি জয়, যাঁরা বলবেন তাঁরাই এদেশে থাকবেন। আর যারা (ভারত মাতা কি জয়) বলবেন না, তাঁদের নিয়ে ভাবনা-চিন্তা করতে হবে। বিজেপি নেতার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যে বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা।

হিমাচলে বাজেট অধিবেশনের শুরুতে এই বিতর্কিত মন্তব্য করেন জয় রাম ঠাকুর। মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ভারত মাতা কি জয় বলবেন, তাঁরাই ভারতে থাকবেন। যারা (ভারত মাতা কি জয়) বলবেন না, সংবিধানের সম্মান করবেন না, ভারতের বিরোধিতা করবেন, তাঁদের নিয়ে ভাবনা-চিন্তা করার সময় এসেছে।

জয় রাম ঠাকুর আরও বলেন, রাজনৈতিক স্বার্থে যারা ক্রমাগত বলে চলেছেন, ভারতে কিছুই ঠিক হচ্ছে না-সবকিছু খারাপ হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসে গিয়েছে।

দিল্লিতে হিংসার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪, জখম হয়েছেন আরও ২৫০ জন। পুলিশের তরফে জানানো হয়েছে, মোট ১০৬ জনকে গ্রেফতার ও ১৮টি এফআইআর করা হয়েছে।