Saturday, June 21, 2025
Latestকলকাতা

সবাই বুঝছে, কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: মোদী

কলকাতা: দু’দিনের কলকাতা সফরের আজ, রবিবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যুব সমাজই পরিবর্তনের ভিত্তি। সিএএ নিয়ে যুব সমাজকে বিভ্রান্তির করা হচ্ছে। নাগরিকত্ব আইন সরকার রাতারাতি বানাইনি। সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য না, নাগরিকত্ব দেওয়ার জন্য।

মোদী বলেন, পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার হচ্ছেন। সেই শরণার্থীদের কি ফিরিয়ে দেওয়া উচিৎ? কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে না। এই ব্যাপারটা সাধারণ মানুষ বুঝলেও, কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না!


শনিবার একাধিক কর্মসূচির পর সন্ধ্যায় বেলুড় মঠে যান মোদী। সেখানেই রাত্রিবাস করেন তিনি। জাতীয় যুব দিবসে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের বক্তব্য রাখতে গিয়ে প্রথমে যুব সম্প্রদায়ের উপর স্বামী বিবেকানন্দের চিন্তা ও আদর্শের প্রভাবের কথা তুলে ধরেন।

নমো জানান, বারবার বেলুড় মঠে আসতে তাঁর ইচ্ছে করে। পাশাপাশি, দেশের যুব সম্প্রদায়কে স্বামীজির চিন্তা ও আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মোদী।