মুক্ত হাওয়া খেতে বিমানের এমার্জেন্সি দরজা খুলে দিলেন মহিলা, ভিডিও ভাইরাল
বেইজিং: বিমানের ভিতরে দম বন্ধ হয়ে আসছিল। তাই মুক্ত বাতাসের জন্য বিমানের জরুরি দরজা খুলে ফেলেন এক মহিলা। আর এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্লাইটের অন্য যাত্রী ও কেবিন ক্রুরা। ঘটনার জেরে এক ঘন্টা দেরিতে বিমান চলাচল শুরু হয়। অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, চিনের উহান থেকে লানজো শহরে যাচ্ছিল ফ্লাইটটি। নিজের আসনে বসার পরই গরম লাগছিল ওই যাত্রীর। তাঁর মনে হচ্ছিল, আলো-বাতাস ভালোভাবে আসার পথ নেই বিমানে! এ কারণে মুক্ত হাওয়া খুঁজছিলেন তিনি। তাই বিমানের ইমার্জেন্সি দরজা খোলার সিদ্ধান্ত নেন ওই নারী। তবে পাশের যাত্রী তাকে সাবধান করেন। কিন্তু কে শোনে কার কথা! ঠিকই দরজা খুলে দেন তিনি।
ওই মহিলার এহেন কান্ডে আতঙ্কিত হয়ে পড়েন বিমানের অন্যান্য যাত্রীরা। যদিও বিমানটি তখন রানওয়েতেই দাঁড়িয়ে ছিল, ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনা যদি মাঝ আকাশে ঘটাতেন তাহলে কী হতো এই ভেবেই শিউরে উঠছেন যাত্রী থেকে শুরু করে বিমানকর্মীরা। শেষ পর্যন্ত অভিযুক্ত ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই মহিলার অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে প্রায় এক ঘন্টা দেরিতে উড্ডয়ন করে জিয়ামেন এয়ারলাইনের বিমানটি।