বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ‘পাঠা চট্টোপাধ্যায়’
বাঁকুড়া: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের আমন্ত্রণপত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামের বানানে ভুল ধরা পড়েছে। ইংরেজিতে লেখা তাঁর নামের বানানে মাঝখানে ‘আর’ শব্দটি বাদ চলে যাওয়ায় নামটিই বিকৃত হয়ে গিয়েছে। এতে আমন্ত্রণপত্রের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বানান ভুল নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপও করেন অনেকে। যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক।
আগামী ২৯ নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বেশ কিছু আমন্ত্রণপত্রও বিলি করা হয়ে গেছে। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর নামের ইংরেজি বানানে ভুলের বিষয়টি কয়েকজনের নজরে আসে। যদিও ইতিমধ্যে ত্রুটিপূর্ণ আমন্ত্রণপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তড়িঘড়ি নতুন করে আমন্ত্রণপত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভুলটা আমাদের ছিল না। প্রুফে কোন গন্ডগোল ছিল না। আমরা ঠিকঠাকই লিখেছিলাম। ভুলটা করেছে ছাপাখানা। তিনি বলেন, বানান সংশোধন করে নতুন কার্ড ছাপিয়ে আবার আমন্ত্রিতদের কাছে পাঠানো হচ্ছে।
ওয়েবকুপার রাজ্য কমিটির সদস্য সাধনকুমার পাত্র বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি নিয়ে শিক্ষামহলে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় কেমন চলছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আচার্য্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে আসতে পারছেন না। তবে শিক্ষামন্ত্রী আসবেন।