Wednesday, November 19, 2025
বিনোদন

ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অভিনেতা পরেশ রাওয়াল

নয়াদিল্লি: লোকসভার প্রাক্তন সাংসদ তথা কিংবদন্তি বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে (Paresh Rawal) ন্যাশনাল স্কুল অফ ড্রামার (National School Of Drama) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, তাঁকে এই পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক টুইট করে এই খবর জানিয়েছে।

উল্লেখ্য, ভারতের স্বনামধন্য এবং সবচেয়ে সম্মানীয় থিয়েটার ট্রেনিংয়ের স্কুল ন্যাশনাল স্কুল অফ ড্রামা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং ২০১৪ সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়া অভিনেতা পরেশ রাওয়াল জানান, এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং। তবে একই সঙ্গে এটা খুবই আনন্দের খবর।

মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল পরেশ রাওয়ালকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও পরেশ রাওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে রামনাথ কোবিন্দ বলেছেন, পরেশ রাওয়ালের জ্ঞান থেকে আলোর পথ পাবেন অন্য অভিনেতা ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, পরেশ রাওয়ালের আগে ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধানের দায়িত্বে ছিলেন ডক্টর অর্জুন দেও। ১৯৫৯ সালে অভিনয় শেখার স্কুল হিসেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামা গড়ে তোলা হয়েছিল। গোটা বিশ্বে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।