দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম, সদ্যোজাতকে খুন করল বাবা-মা
বারাসাত: কেন্দ্রের মোদী সরকার যখন ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-র উদ্যোগ নিয়েছে, যেখানে মেয়েরা পাড়ি দিচ্ছে মঙ্গল গ্রহে, সেখানে আজও কন্যা সন্তান হত্যার ঘটনা অহরহ ঘটেই চলেছে! এবার আরও একটি আঁতকে ওঠার মতো ঘটনা সামনে এল। পর পর দুই কন্যা সন্তান হওয়ায় খোদ বাবা-মা খুন করলেন তাঁদের সদ্যোজাত শিশু কন্যাকে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের উত্তর কালিকাপুরের নতুন পল্লীতে।
জানা গিয়েছে, সঞ্জয় মণ্ডল ও মাধবী মণ্ডলের শিশু সন্তানের জন্ম হয়েছিল মাত্র ১৫ দিন আগে। জন্মের কয়েকদিন পরই শিশুটির নিউমোনিয়া হয়। শিশুটিকে কোনও চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। তারা জানিয়েছেন, সদ্যোজাত ওই শিশুটিকে একপ্রকার মেরে ফেলেছেন এই দম্পতি। তাঁদের অভিযোগ, দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ায় মোটেও খুশি ছিলেন না সঞ্জয় ও তার স্ত্রী। জন্মের পর তিন দিন শিশুটি অসুস্থ ছিল, কিন্তু তার কোনও চিকিৎসা করাননি তারা। অবশেষে, কঠিন অসুস্থ হয়ে বাড়িতেই মারা যায় শিশুটি। এরপর ওই দম্পতি সবার অলক্ষ্যে নিজের শিশু সন্তানের দেহ বাড়ির কাছে খালের ধারে পুতে রাখে।
এদিন দুর্গন্ধ বের হতে থাকে খালের ধার থেকে। সন্দেহ হয় স্থানীয়দের। তারপর আরও সন্দেহ দানা বাঁধে শিশুটির কোনও আওয়াজ না পেয়ে। এরপর স্থানীয় বাসিন্দারাই জয়নগর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, অভিযুক্ত ওই দম্পতি বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও গা-ঢাকা দেয়। পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করার পর, পুলিশ খালের ধার থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।