Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

পাকিস্তানের পুলিশবাহিনীতে যোগ দিলেন প্রথম হিন্দু নারী

ইসলামাবাদ: পাকিস্তানের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে। তার মধ্যেই এবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে প্রথমবার পুলিশবাহিনীতে যোগ দিলেন এক হিন্দু নারী। যা একইসঙ্গে পাকিস্তানের ইতিহাসে প্রথমবার।

জানা গেছে, ওই হিন্দু নারী সিন্ধু প্রদেশের পুলিশ বিভাগে যোগ দিয়েছেন। তাঁর নাম পুষ্পা কোহলি। তিনি সিন্ধু প্রদেশের অতিরিক্ত সাব-ইন্সপেক্টর (ASI) পদে যোগ দিয়েছেন।

পাকিস্তানের সমাজকর্মী কপিল দেব টুইটে জানান, পুষ্পা কোহলি প্রথম হিন্দু নারী যিনি প্রাদেশিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবং সিন্ধ প্রদেশে এএসআই পদে নিযুক্ত হয়েছেন।


এর আগে, গত জানুয়ারি মাসে পাকিস্তানের হিন্দু পরিবারের সদস্য সুমন পওয়ান বোদানি নিযুক্ত হন বিচারক পদে। পাকিস্তান সরকার সূত্রে প্রকাশিত এক তথ্য দেখা গেছে, প্রায় ৭৫ লাখ হিন্দু পাকিস্তানে বসবাস করেন। যার বেশির ভাগ অংশই বসবাস করেন সিন্ধ প্রদেশে।