Saturday, June 21, 2025
Latestআন্তর্জাতিক

ভারতে আশ্রয় চেয়ে মোদীর কাছে আবেদন জানালেন পাকিস্তানের রাজনীতিক

লন্ডন: ভারতে আশ্রয় চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন পাকিস্তানের অন্যতম মুখ্য রাজনৈতিক দল মুত্তাহিদা কুয়ামি মুভমেন্ট (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন। বর্তমানে নির্বাসিত হয়ে লন্ডনে রয়েছেন এই পাক নেতা। ব্রিটেন থেকে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য সন্ত্রাসমূলক কাজকর্মে অভিযুক্ত হয়েছেন আলতাফ হুসেন।

তাঁর কেড়ে নিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিডিও পোস্ট করে নির্বাসিত পাক নেতা আলতাফ হুসেনের বার্তা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুমতি দিলে আমি আমার সহকর্মীদের নিয়ে ভারতে আশ্রয় নেব। আমার দাদু-ঠাকুমা, হাজার হাজার আত্মীয়ের সমাধি আছে সেখানে। আমি তাঁদের সমাধি দেখতে চাই।


অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের প্রশংসা করে তিনি বলেন, মোদী সরকারের হিন্দু রাজ চালু করার অধিকার রয়েছে এবং আসাউদ্দিন ওয়াইসি ও অন্যদের যদি সে দেশ পছন্দ না হয়, তাহলে তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিৎ যেখানে তাঁদের জন্য মুসলিম বাসভূমি স্থাপন করা হয়েছে।

আলতাফ হুসেন বলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ও আমার সহকর্মীদের ভারতে আশ্রয় দেন, তাহলে আমরা এখনই আসতে প্রস্তুত। আমি শান্তিপ্রিয় মানুষ। কথা দিচ্ছি, আশ্রয় পেলে কোনও রকম রাজনৈতিক বিষয়ে জড়াব না। দয়া করে আমাকে ও আমার সহকর্মীদের ভারতে আশ্রয় দিন।