সংখ্যালঘু মুসলিমদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে সুপ্রিম কোর্ট: পাকিস্তান
ইসলামাবাদ: শনিবার সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে এবং মসজিদের জন্য আলাদা জায়গা দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে। এ রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়ে ন্যায় বিচারের দাবি সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে ভারতের শীর্ষ আদালত। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা ৪৬০ বছরের পুরনো এই মসজিদ ভেঙে ফেলে। মসজিদের সেই স্থানে এখন মন্দির নির্মাণের আদেশ দিল সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই রায়ে ভারতের সংখ্যালঘু মুসলিমদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। ভারত যে কথিত ধর্মনিরপেক্ষতার দাবি করে আসছে, তার পর্দা এই রায়ের মাধ্যমে উন্মোচিত হয়েছে এবং এও পরিষ্কার হয়েছে যে, ভারতের সংখ্যালঘুরা কোনওমতেই নিরাপদ নয়। তাদের বিশ্বাস এবং ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য তাদেরকে এখন ভয়ের মধ্যে থাকতে হবে।
প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকেই নানা ভাবে ভারতকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে পাকিস্তান। এদিন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, এমনিতেই ভারতে মুসলিমরা যথেষ্টা চাপে রয়েছে। এই রায় তাঁদের উপর চাপ আরও বাড়াবে।
পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফওয়াদ হুসেন এই রায়কে ‘লজ্জাজনক, ন্যক্কারজনক, বেআইনি ও অনৈতিক’ বলে জানিয়েছেন। পাক তথ্য ও সম্প্রচার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফিরদোস আশিক আওয়ান বলেছেন, ভারতের শীর্ষ আদালত বুঝিয়ে দিয়েছে, তাঁরা স্বাধীন ভাবে কাজ করতে অপারগ। ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী নেতা শেহবাজ শরিফ বলেছেন, বাবরি মসজিদের বিতর্কিত জমি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায় আসলে ন্যায়বিচারের নামে প্রহসন।