কাশ্মীর ইস্যুতে ইমরানের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের জনসাধারণ
ইসলামাবাদ: সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল হওয়ার জেরে ভারতের বেশিরভাগ মানুষ যখন উচ্ছ্বসিত, ঠিক সেই সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের জনসাধারণ।
সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর দল তেহরিক-ই-ইনসাফের উপর বেজায় চটেছেন পাক নাগরিকদের একটা বড় অংশ।
সম্প্রতি তেহরিক-ই-ইনসাফ দলের নিজস্ব টুইটার হ্যান্ডেলে ‘#টেন বিলিয়ন ট্রি সুনামি’ উদ্যোগে প্রধানমন্ত্রী ইমরান খানের বৃক্ষ রোপণের ছবি পোস্ট করা হয়। দলের তরফে আবেদন জানানো হয়, ‘খুব উঁচু লক্ষ্য, কিন্তু সময় কম। তবে পাকিস্তানের আকাঙ্ক্ষা এখন তুঙ্গে। স্বচ্ছ ও সবুজতর পাকিস্তান গড়ার লক্ষ্যে আপনি কি প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়াবেন?’
এই টুইটের সূত্র ধরে ৩৭০ নম্বর ধারা বাতিল হওয়া নিয়ে ইমরানকে তুলোধনা করেছেন বহু মানুষ। দিল্লির এই পদক্ষেপের কোনো বিরোধিতা কী কারণে করা হল না, তাই নিয়ে সরকারকে রীতিমতো জেরা করতেও দেখা গিয়েছে বহু টুইটার ব্যবহারকারী পাকিস্তানিকে।
Did someone informed IK abt this bombshell news and move by India?? pic.twitter.com/vZ6cGKpZOS
— ID (@ImranDanka) August 5, 2019
এখানেই শেষ নয়, ইমরানের ‘অকর্মণ্যতা’ নিয়ে কটাক্ষও করেছেন অনেকে। প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি করা হয় একের পর এক মিমও।