ফের যুদ্ধবিরতি লঙ্ঘন, ভারতীয় সেনার কড়া জবাবে খতম ৮ পাক সেনা
শ্রীনগর: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করলো সন্ত্রাসের আঁখরা পাকিস্তান। এদিন কাশ্মীর উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবিশ্রান্ত ভাবে গুলি ও বোমা বর্ষণ করে পাক সেনা। পালটা কড়া জবাব দেয় ভারতীয় সেনাও। এতে নিহত হয়েছে কমপক্ষে ৮ জন পাকিস্তানি সেনা।
ভারতীয় সেনার সূত্রে জানা গিয়েছে, নিহত ৮ পাকিস্তানি সেনার মধ্যে রয়েছেন দুই-তিনজন পাকিস্তান স্পেশ্যাল সার্ভিস গ্রুপের কম্যান্ডো।
অনুপ্রবেশ রুখতে গিয়ে ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে শহিদ হয়েছেন তিন ভারতীয় সেনা। এদের মধ্যে ২ জন উরি সেক্টর এবং একজন গুরেজে সেক্টরে নিহত হয়েছেন। এছাড়াও মারা গিয়েছেন এক বিএসএফ জওয়ান ও ৪ জন সাধারণ মানুষ। এছাড়া শিশু-সহ আরও ৬ জন আহত হয়েছেন।
জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার SDM জানিয়েছেন, পাকিস্তান ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে। তবে যুদ্ধবিরতির ঘটনা এই প্রথম নয় পাকিস্তানের। উরি সেক্টরে ভারি গোলাবর্ষণ চালায় পাক সেনা।
প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ডায়ার, কেরান, উরি ও নৌগাম সেক্টরে গুলি চালিয়েছে। জেনে-বুঝে অসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে পাক সেনা। তবে ভারতীয় সেনাও যোগ্য জবাব দিয়েছে।


