Monday, March 24, 2025
আন্তর্জাতিক

কাশ্মীর দাও নাহলে মোদীর উপর কুমির-সাপ ছেড়ে দেব, হাস্যকর হুমকি পাক গায়িকার

ইসলামাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ও ভারতবাসী হুমকি দিলেন পাকিস্তানি পপ গায়িকা রবি পিরজাদা। ৫০ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে, রবির হাতে রয়েছে একটি সাপ, সামনে রয়েছে আরও একটি সাপ এবং একটি কুমির।

নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করে রবি পিরজাদা লিখছেন, মোদীর বিরুদ্ধে একটা কাশ্মীরি মেয়ে তৈরি করছি। তবে আর যাই হোক ওই লোকটাকে জাহান্নামে যেতেই হবে। আর তার মতো বাকি লোকগুলোকেও যেতে হবে জাহান্নামে!

ভিডিওতে পপ গায়িকা রবিকে বলতে শোনা গেছে, কাশ্মীরি নারী ভারতের জন্য সাপ নিয়ে তৈরি। তার সামনে সেই মুহূর্তে কিলবিল করছে সাপ। রয়েছে একটি কুমিরও।


সেই ভিডিওতে তিনি আরও বলছেন, আমার কাছে মোদীর জন্য অনেক উপহার রয়েছে। মোদী তুমি কাশ্মীরিদের খুব বিরক্ত করছো না? দেখ আমি তোমার জন্য কী তৈরি করেছি। জাহান্নামে গিয়ে মরার জন্য তৈরি হও। আর এই যে আমার এই বন্ধুগুলো দেখছো না, এরা সবাই তোমার সঙ্গে পিকনিক করতে আসছে। এরপর তিনি একটা গান করেন।