Monday, March 24, 2025
আন্তর্জাতিক

মোদীকে হুমকি দিয়ে বিপাকে পাক অভিনেত্রী, হতে পারে পাঁচ বছরের জেল-জরিমানা

ইসলামাবাদ: বিষধর সাপ ও কুমির নিয়ে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি বার্তা দিয়েছিলেন পাক গায়িকা রবি পীরজাদা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই বিপাকে সেই গায়িকা। বন্যপ্রাণী নিয়ে অন্য দেশের প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য তাঁর পাঁচ বছরের জেল-জরিমানা দুই-ই হতে পারে।

একদল বিষধর সাপ আর কুমির নিয়ে ওই ভিডিওটি পোস্ট করেন রবি। ভিডিওতে তিনি বলেছেন, এই উপহারগুলি ভারতের প্রধানমন্ত্রীর জন্য। মোদী কাশ্মীরিদের উপর অত্যাচার করছেন বলেই তিনি এই উপহার তৈরি করছেন। তাই মোদীকে নরকে মরার জন্য তৈরি হতে বলেন তিনি। আরও জানান, তারপর নরকে ওই সাপ-কুমিররা মোদীকে দিয়ে ভোজন সারবে।

এরপরই রবিকে ঘিরে দানা বাঁধে বিতর্ক। কী করে অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন একজন শিল্পী! তাই নিয়েও উঠেছে প্রশ্ন। একই সঙ্গে বাড়িতে বেআইনি ভাবে বন্যপ্রাণী রাখার অপরাধেও অপরাধী সাব্যস্ত হয়েছেন তিনি।

পাকিস্তানের আইন অনুযায়ী, পাইথনের মতো বন্য প্রাণীকে ঘরে পালন করা বেআইনি। পাইথন এবং আরও নানা সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে বিউটি পার্লারে রাখার অভিযোগে লাহোরের এক আদালতে ওই পপ তারকার বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা করা হয়েছে।