গুজরাটে পাক ড্রোন ভূপাতিত করল ভারতীয় সেনা
আহমেদাবাদ: মঙ্গলবার ভোররাতে পুলওয়ামা হামলার প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা। তার কয়েক ঘন্টার মধ্যেই ফের পাকিস্তানের ছক বানচাল করল ভারতীয় সেনা। এদিন গুজরাটের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ গুজরাটের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন নজরে আসে সেনার। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল পাকিস্তান। প্রায় সঙ্গে সঙ্গেই সেটা গুলি করে নামায় ভারতীয় সেনা। স্বাভাবতই ফের সাফল্য পেল ভারতীয় বায়ু সেনা।
মঙ্গলবার ভোররাতে পুলওয়ামা হামলার প্রত্যাখাত করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক। ১২টি মিরাজের ২১ মিনিটের অপারেশন। ৩টি জায়গায় বিমানহানা। রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ বালাকোটে হানা। রাত ৩.৪৫-৩.৫৩ পর্যন্ত হানা।
মুজফফরাবাদে রাত ৩টা ৪৮ মিনিট নাগাদ হানা। চাকোতিতে রাত ৩টা ৫৮ মিনিট নাগাদ হানা। জইশ, লস্কর, হিজবুল জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে হানা। গুঁড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গি শিবির। এরপর থেকেই তৎপরতা শুরু হয় পাকিস্তানে। পাকিস্তানও হামলা করতে পারে, এই আশঙ্কার হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেনাবাহিনী।