কাশ্মীর ইস্যুতে মমতা, অরুন্ধতী ও কংগ্রেস পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল: মুশাহিদ হুসেন
ইসলামাবাদ: সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার। যা নিয়ে চলছে প্রবল বিতর্ক। এমন পরিস্থিতিতে পাকিস্তানের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারতের ভেতরে অনেক ব্যক্তি রয়েছেন যারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল।
পাকিস্তানি রাজনীতিবিদ, সাংবাদিক ও ভূ-কৌশলবিদ মুশাহিদ হুসেন পাকিস্তানি নিউজ চ্যানেল জিও টিভির একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লেখক অরুন্ধতী রায় এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল।
Q. “Kashmir ko Azaadi Kaise Milegi?”
Pakistani Politican & Geo-Strategist Mushahid Hussain-
“Kai Hindustan ke log aapke (Pakistan) saath sympathizer bhi hain. Arundhati Roy hai, Mamta Banerji hai, Congress party hai, Communist Party……Saare Modi ke saath nahi hain.” pic.twitter.com/O6e3EsZmEC
— Jammu-Kashmir Now (@JammuKashmirNow) August 11, 2019
জিও টিভির অনুষ্ঠান পারিচালক মুশাহিদ হুসেনকে জিজ্ঞাসা করেন, কীভাবে কাশ্মীরের দুর্দশার অবসান হবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত একটি বড় দেশ। এখানে সবচেয়ে বড় জাতি বসবাস করে। তবে ভারতের সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেন না।
মুশাহিদ হুসেন বলেন, আমাদের কাশ্মীর ইস্যুটিকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। সেই সঙ্গে টেকসই সমাধানে পৌঁছাতে হবে। এটি একটি দীর্ঘ যুদ্ধ। ভারত একটি বিশাল দেশ। ভারত থেকেও বহু মানুষ কাশ্মীর ইস্যুতে সহানুভূতিশীল। অরুন্ধতী রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, কমিউনিস্ট পার্টিও পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। পুরো ভারত মোদীর সঙ্গে নেই।