ভারতীয় সেনার গুলিতে খতম অভিনন্দন বর্তমানের উপর অত্যাচারকারী পাক সেনা
শ্রীনগর: নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের উপর অত্যাচার চালানো পাক কম্যান্ডো সুবেদার আহমেদ খানের।
গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধবিমান ভেঙে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার পরে অভিনন্দনকে আটক করেছিল পাক সেনা। তারপর ৪৮ ঘন্টা ধরে তার উপর চলে অত্যাচার। কিন্তু কোনওভাবেই তার মুখ থেকে কোনও তথ্য আদায় করতে পারেনি পাকিস্তান। পাক সেনার কমান্ডো আহমেদ খান সেই অত্যাচারে নেতৃত্ব দিয়েছিল। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে আহমেদ খান।
সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১৭ আগস্ট পাক কম্যান্ডো আহমেদ খানের নেতৃত্বে পাক বাহিনী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সই সময়ই ভারতীয় সেনার গুলিতে সে নিহত হয়েছে। এক স্নাইপারে গুলিতে তার প্রাণ যায়। তার সঙ্গে সঙ্গে আরও ১২ জন পাক সেনা সদস্য ওই ঘটনায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।
বালাকোটে এয়ারস্ট্রাইকের পর পাক যুদ্ধবিমানের পিছু করতে গিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিলেন অভিনন্দন। তারপর পাক বাহিনী গুলি করে তার বিমান নামানোয় তিনি ধরা পড়েছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের পক্ষ থেকে অভিনন্দনের বন্দিদশার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছিল। সেই ছবিতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারের পিছনেই ছিল আহমেদ খান।
১৭ আগস্ট পাক সেনাবাহিনী সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে হামলা করলে জবাবে পালটা আঘাত হানে ভারতীয় সেনা। ওই আক্রমণেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আহমেদ খান।