Friday, March 21, 2025
Latestআন্তর্জাতিক

ইমরানকে সরিয়ে ক্ষমতা দখলে নিতে পারে সেনা, পাকিস্তানে ফের সেনা-অভ্যুত্থানের ‘হাওয়া’

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মসনদ ‘হাওয়ায় দুলছে’। ইমরান খানকে বাদ দিয়ে পাক সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাবেদ বাজওয়া দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার পর এ ‘বিশেষ হাওয়া’ অনুভূত হচ্ছে। জানা গেছে, পাকিস্তানের বেহাল অর্থনৈতিক দূরাবস্তায় রীতিমতো তিতিবিরক্ত হয়ে ব্যবসায়ীরা বাজওয়াকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছেন! এছাড়া গুজবের পালে হাওয়া লাগিয়েছে অভ্যুত্থানের জন্য ‘বিখ্যাত’ ১১১ ব্রিগেডের সকল সদস্যের ছুটি বাতিল প্রসঙ্গও।

ইমরানকে মসনদে বসানোর নেপথ্যে পাকিস্তানের সেনাবাহিনী হাত রয়েছে। আর পাক সেনার হাতের পুতুল ইমরান খান কাশ্মীরে ৩৭০ বাতিল ইস্যু যেভাবে সামলেছেন, তাতে খুশি নন পাক সেনাপ্রধান জাভেদ বাজওয়া। বলে রাখি, এর আগেও একাধিকবার পাকিস্তানে গণতান্ত্রিক সরকারকে ফেলে ক্ষমতা দখল করেছে পাক সেনাবাহিনী।

ইস্কান্দার মির্জার নির্বাচিত সরকারকে উৎখাত করতে জেনারেল আইয়ুব খান, জুলফিকার আলী ভুট্টোকে সরাতে জেনারেল জিয়া-উল-হক এবং নওয়াজ শরিফের সরকারকে উৎখাত করতে জেনারেল পারভেজ মোশাররফ যে সেনা-অভ্যুত্থান ঘটিয়েছিলেন, তাতে নেতৃত্ব দিয়েছিল ১১১ ব্রিগেডই।

এই  ১১১ ব্রিগেডের সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে। ব্রিগেডটির বিপজ্জনক কার্যক্রমের কথা উল্লেখ করে আনাস মালিক বলেন, অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে উৎখাত করতে এবং বেসামরিক নেতৃত্বকে আটক করতে ভয়ঙ্কর ব্রিগেড ১১১। প্রসঙ্গত, এর আগে হওয়া তিনটি অভ্যুত্থানগুলোর সময়ও এই ব্রিগেড একই দায়িত্ব পালন করছিল এবং একইভাবে তাদের ছুটি বাতিল করা হয়েছিল।