Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

আমরা প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করব না: ইমরান খান

ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে তুলেও বিশেষ সুবিধা করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। আমেরিকা, রাশিয়া-সহ বিশ্বের শক্তিধর প্রায় সব দেশ এই ইস্যুতে ভারতের পাশেই দাঁড়িয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে এবার উলটো সুর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। সোমবার তিনি বললেন, প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না তাঁর দেশ।

৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তারমধ্যেই এই মন্তব্য পাক প্রধানমন্ত্রীর। লাহোরের পূর্বাংশে শিখ সম্প্রদায়ের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা দুই দেশই (ভারত ও পাকিস্তান) পরমাণু শক্তিধর দেশ। যদি এই উত্তেজনা বাড়ে, বিশ্বের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। এরপরই তিনি বলেন, আমাদের দিক থেকে কখনই প্রথম ব্যবহার হবে না।

কয়েক সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, প্রথমে ব্যবহার নয়, এই নীতি বদলের অধিকার আটকে রেখেছে ভারত, কয়েকদশক ধরেই ভারতের পরমাণু নীতির কোণঠাসা নীতি এটি। রাজনাথ সিং বলেছিলেন, সরকার কঠোরভাবে, প্রথমে ব্যবহার না করার নীতিতে রয়েছে, তবে ভবিষ্যতে কী হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটায় পাকিস্তানএবং ভারতের রাষ্ট্রদূতকে বহিস্কার করে। পাশাপাশি বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয় তারা। নিরাপত্তা পরিষদের বেশীরভাগ সদস্যই ভারতের অবস্থান করে।