কাশ্মীরে হিন্দু প্রধান এলাকাতে হামলা চালাচ্ছে পাকিস্তান
নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষস্তরের সূত্র জানিয়েছে, জম্মু-কাশ্মীরে হিন্দু অধ্যুষিত এলাকাকে নিশানা করে হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের পীর পাঞ্জালের দক্ষিণে হিন্দু অধ্যুষিত এলাকায় বেশিরভাগ হামলাগুলো চালাচ্ছে পাকিস্তান।
অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী রীতিমতো পরিকল্পনা করেই সীমান্ত লাগোয়া এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে নিশানা করছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি উল্লেখ করে পাকিস্তানি সেনাবাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভীমবার গালি, বালাকোট, সান্দোট ও বেহরোটের মতো সীমান্ত লাগোয়া গ্রামগুলো থেকে ইতোমধ্যেই ১২২ জন শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর গত আগস্টে প্রায় ৩০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণ করেছে পাকিস্তানি বাহিনী। এভাবেই চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাক বাহিনী ২২১৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানি বাহিনী চলতি বছরে কেবল সেপ্টেম্বর মাসেই ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে সংখ্যাটা ছিল যথাক্রমে ১০১ এবং ১০২। সেপ্টেম্বর মাসের হামলাগুলোতে অন্তত ৬১ বার মর্টারের মতো ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পাকিস্তানি বাহিনী।