Monday, March 17, 2025
দেশ

সমঝোতার পর এবার থর এক্সপ্রেসও বন্ধ করল পাকিস্তান

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ফের পদক্ষেপ নিল করল পাকিস্তান। শুক্রবার পাকিস্তান সরকার জানিয়েছে, সোমবার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাখ্যান করার কারণে, ভারতের সঙ্গে থর এক্সপ্রেসের মাধ্যমে রেল যোগাযোগ স্থগিত রাখবে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের লাহোরের সঙ্গে ভারতের রাজধানী দিল্লির সংযোগকারী সমঝোতা এক্সপ্রেসকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়।

সংবাদ সংস্থা রয়টার্স পাক রেলমন্ত্রী শেখ আহমেদ রশিদকে উদ্ধৃত করে বলেছে, আমরা থর এক্সপ্রেসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যতক্ষণ রেলমন্ত্রী আছি, কোনও ট্রেন চলবে না ভারত, পাকিস্তানের মধ্যে।

ভারতের বিদেশ সচিব রবীশ কুমার জানিয়েছেন, এটা পাকিস্তানের একতরফা সিদ্ধান্ত। ইচ্ছে করেই দ্বিপাক্ষিক সম্পর্ককে ভয়ঙ্কর করে তুলতে চাইছে তারা। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। থর এক্সপ্রেস সপ্তাহে একবারই চলে। ৪১ বছর বন্ধ থাকার পর ২০০৬ সালে ফের চালু হয়েছিল থর এক্সপ্রেস।