Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

চিনের সাহায্যে ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান

ইসলামাবাদ: ভারত চন্দ্রযান ২-এর সফল উৎক্ষেপন করেছে এক সপ্তাহও হয়নি এখনো, এর মধ্য়েই পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ঘোষণা করলেন, ২০২২ সালে পাকিস্তান থেকে প্রথম মানুষ উড়ে যাবেন মহাকাশে।

টুইট করে তিনি জানান, মহাকাশে প্রথম পাকিস্তানিকে পাঠানোর জন্য বাছাই পর্ব শুরু হয়ে যাবে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে। প্রথমে ৫০ জন ব্যক্তির এক তালিকা তৈরি করা হবে। সেখান থেকে বাছাইয়ের সংখ্যা নামিয়ে আনা হবে ২৫-এ। আর তারপর তাদের মধ্যা থেকে একজন ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন। এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় মহকাশ চর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা হবে বলেও দাবি করেন ফাওয়াদ চৌধুরি।


ফাওয়াদ জানিয়েছেন, পাকিস্তানের বায়ু সেনাবাহিনী বাছাইয়ের ব্যাপারটি দেখভাল করবে। তবে পাকিস্তানের উপগ্রহ উৎক্ষেপনের প্রয়োজনীয় লঞ্চিং প্যাড নেই। তাই মিত্র দেশ চিনের একটি লঞ্চিং প্য়াড ব্যবহার করবে তারা।

প্রসঙ্গত, গত বছর চিনা রকেট ব্যবহার করে দুটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছিল ইসলামাবাদ। উৎক্ষেপণ করা হয়েছিলো চিনের গোবি মরুভূমির উৎক্ষেপণ কেন্দ্র থেকে।