কাশ্মীর ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান
ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক আদালতে তুলবে পাকিস্তান। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেছেন, ন্যায়বিচার পেতেই কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে তার দেশ।
মাহমুদ কুরেশি এক পাক চ্যানেলকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কাশ্মীরের বিষয়টি নিয়ে ন্যায়বিচারের জন্য আমরা বিশ্ব আদালতে যাব। সমস্ত আইনি সম্ভাবনা খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান বলেন, কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক আদালতে তোলার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গত সপ্তাহে পাকিস্তান রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের কাছে ভারতের পদক্ষেপের ব্যাপারে আবেদন করে। রুদ্ধদ্বার বৈঠকের পরে চিন বাদে সকল সদস্যই মেনে নেনে ভারতের অবস্থানকে, যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়।