কোষাগার খালি! চিনে ৮০,০০০ গাধা রফতানি করছে পাকিস্তান
ইসলামাবাদ: পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার খালি। তাই টাকা তুলতে কোনও চেষ্টাই বাকি রাখছেন না প্রধানমন্ত্রী ইমরান খান। এর জন্য রফতানি বাণিজ্যে মন দিয়েছেন ইমরান খান। সম্প্রতি চিনের কাছে ১০০ টন চুল বিক্রি করেছে পাকিস্তান। এবার ৮০,০০০ গাধা পাঠানো হচ্ছে চিনে। এ নিয়ে চিনের সঙ্গে এক বাণিজ্য চুক্তি করেছে পাকিস্তান।
চিন জানিয়েছে, কিস্তিতে কিস্তিতে পাকিস্তান গাধা সরবরাহ করবে। প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা সরবরাহ করা হবে। এর বিনিময়ে চিনের একটি সংস্থা ৩ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানে বিনিয়োগ করবে। উল্লেখ্য, দুনিয়ায় যেসব দেশে গাধার সংখ্যা বেশি তার মধ্যে পাকিস্তানের স্থান তৃতীয়। ওইসব গাধা রফতানি করে কয়েক লাখ ডলার আয় করবে পাক সরকার।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিকাংশ বাসিন্দার আয়ের উৎস গাধা পালন। এখানে প্রায় ৭০ হাজার পরিবার গাধার উপরে নির্ভর করেই বেঁচে থাকে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পশুপালন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানে গাধা পালন করতে আগ্রহী চিনের একাধিক কোম্পানি। এছাড়াও অন্যান্য বিদেশি কোম্পানি পাকিস্তানে তিনশো কোটি ডলার বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে।