১৯৫১ সালে পাকিস্তানে হিন্দু ছিল ২৩%, এখন তা মাত্র ৩% : জেপি নাড্ডা
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতার বুকে অভিনন্দন যাত্রা করল বিজেপি। অভিনন্দন যাত্রা শেষে সভা থেকে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা বলেন, ১৯৫১ সালে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় ছিল ২৩ শতাংশ, আজ ২০১৯ সালে তা মাত্র ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। বাকি ২০ শতাংশ মানুষ কোথায় গেল? তারা কি নিখোঁজ হয়ে গেল? নাকি তাদের জোর করে ধর্মান্তরিত করা হল?
জেপি নাড্ডা বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতারা সারা দেশের এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, এই আইন নাগরিকত্ব প্রদান করে, কারও নাগরিকত্ব কেড়ে নেয় না।
Our Muslim brothers have equally prospered here in India. Muslims in our country rose from 11% in 1951 to 14.5%. But in Pakistan, the population of non-Muslims dropped from 23% in 1951 to 3%.
Where did these 20% people go?: Shri @JPNadda #CAAJanJagran pic.twitter.com/wJXBJder9Z
— BJP (@BJP4India) December 23, 2019
তিনি বলেন, দেশ বিভাজনের সময় কাবুলে ৫০,০০০ শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। আজ তাদের সংখ্যা মাত্র ২০০০। কোথায় গেল তারা? কারা এদের সুরক্ষা দেবে ?
পাশাপাশি, জেপি নাড্ডা জানান, ১৯৪৭ সালের ১১ই সেপ্টেম্বর মহাত্মা গান্ধী বলেছিলেন, পাকিস্তানে থাকা সকল হিন্দু, শিখ সম্প্রদায়ের মানুষেরা ভারতে আসতে পারেন। আজ মোদীজি গান্ধীজির সেই স্বপ্নকে পূরণ করেছেন।