ভারতকে টক্কর দিতে ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান
ইসলামাবাদ: প্রথমবারের মতো ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) ও একটি চিনা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইমরান খানের নেতৃত্বে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর চিনের সহায়তায় দুটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। এদিকে চিনের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে পাক প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য আগামী ৩ নভেম্বর চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। চিন সফরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে।
উল্লেখ্য, মহাকাশ গবেষণার জন্য পাকিস্তানে পূর্ণাঙ্গ কোনও সরকারি সংস্থাও নেই। সুপারকো এখনও মহাকাশ গবেষণায় তেমন কোনও সাফল্য পায়নি। এক্ষেত্রে শুধুমাত্র বিশ্বমঞ্চে নিজেকে ভারতের সমকক্ষ প্রমাণের জন্য চিনের সঙ্গে চুক্তি করছে পাকিস্তান।
প্রসঙ্গত, গত ১৫ অাগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। এরই মধ্যে পাকিস্তানের মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা ছয়ের দশকের স্পেস রেসকে মনে করিয়ে দিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।