Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানে নিষিদ্ধ হল ভারতীয় সিনেমা-সিরিয়াল

লাহোর: এখন থেকে ভারতীয় সিরিয়াল ও সিনেমা দেখা যাবে না পাকিস্তানের টিভি চ্যানেলে। শনিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে ভারতীয় সিরিয়াল ও সিনেমার প্রদর্শন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় দেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানের ইউনাইটেড প্রডিউসার অ্যাসোসিয়েশন তরফে একটি মামলা দায়ের করা হয়। সেখানে পাক চ্যানেলে বিদেশি সিরিয়াল বা সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় দেন।

রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি সাকিব নাসির বলেন, ভারত যদি বাঁধ নির্মাণে বাঁধা দিতে পারে তাহলে পাকিস্তানও ভারতের সিরিয়াল ও সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করতে পারে। তবে প্রধান বিচারপতি শর্তসাপেক্ষে ভারতীয় সিরিয়াল বা সিনেমা দেখানোর অনুমতি দিয়েছেন। সেটি হল, সেই প্রোগ্রামটি অবশ্যই পাকিস্তানে প্রদর্শনে উপযুক্ত হতে হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA) সেখানকার চ্যানেল ও রেডিওতে ভারতীয় সিরিয়াল বা সিনেমা প্রদর্শনের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে। পাল্টা ভারতের কিছু জায়গাতেও পাকিস্তানি চ্যানেলকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।