Sunday, March 16, 2025
দেশ

পাকিস্তান এখনও জঙ্গিদের মৃতদেহ গুনছে, আর বিরোধীরা প্রমাণ চাইছেন: মোদী

কোরাপুট: শুক্রবার ও়ডিশার কোরাপুটের জনসভা থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, পাকিস্তানকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মোদী বলেন, এয়ার স্ট্রাইকের একমাস হয়ে গেল পাকিস্তান এখনও জঙ্গিদের মৃতদেহ গুনছে। আর বিরোধীরা প্রমাণ চাইছেন।

পাশাপাশি, এদিনের জনসভা থেকে ফের আরও একবার ভারতের মিশন শক্তির প্রসঙ্গ উত্থাপন করেন মোদী। তিনি বলেন, এবার থেকে এদেশ মহাকাশেরও চৌকিদার হয়ে গিয়েছে।

উল্লেখ্য, A-SAT অ্যান্টি স্যাটেলাইট মিসাইল গুঁড়িয়ে দিয়েছে এলইও স্যাটেলাইটগুলিকে। আর সেই ঘটনার সাফল্য ফের একবার নির্বাচনী প্রচারে নেমে মনে করিয়ে দিলেন মোদী।