অধীকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান: রাষ্ট্রপুঞ্জের মহাসচিব
ইসলামাবাদ: পাক অধীকৃত কাশ্মীর (PoK) সমস্যা সমাধানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসেই বিস্ফোরক মন্তব্য করলেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেন, পাকিস্তানের উচিত অধীকৃত কাশ্মীরের দখল ছেড়ে দেওয়া। অ্যান্তোনিও গুতেরেসের এই মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে পাক অধীকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। পাকিস্তান পিওকে জোর করে দখল করে রেখেছে।
ইসলামাবাদে বসে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, পাকিস্তানের উচিত পিওকে-র দখল ছেড়ে দেওয়া। অধীকৃত কাশ্মীরকে পাকিস্তান নিজেদের দেশের অংশ বলে দাবি করে থাকে সেটা যে আসলে তারা জোর করে দখল করে রয়েছে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের এই মন্তব্যে সেটাই স্পষ্ট হয়ে গিয়েছে।
পাশাপাশি, কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানান তিনি। কাশ্মীর ইস্যুতে যে প্রস্তাব নিরাপত্তা পরিষদ নিয়েছে সেটা কার্যকর করা হবে বলেও জানান তিনি। ১৯৪৮ সালের ২১ এপ্রিল এই প্রস্তাব পাশ করে নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে বলা হয়েছিল, কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার এবং কাশ্মীরের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, তিন দিনের পাকিস্তান সফরে গিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। কর্তারপুরে গুরুদ্বারও পরিদর্শন করেছেন তিনি। এছাড়া পাকিস্তানে আফগান রিফিউডিদের নিয়ে একটি সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেই কাশ্মীর ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তখনই তিনি বলেন, পাকিস্তানের উচিত পিওকে-র দখল ছেড়ে দেওয়া।