Thursday, June 19, 2025
Latestদেশ

কুলভূষণকে নাগরিক আদালতে আবেদনের সুযোগ দিতে সামরিক আইন সংশোধন করছে পাকিস্তান

ইসলামাবাদ: কুলভূষণ যাদব ইস্যুতে বড় সাফল্য ভারতের। চাপের মুখে পড়ে আন্তর্জাতিক আদালতের শর্ত মেনে সেনা আইনেই সংশোধন আনছে পাকিস্তান সরকার। কুলভূষণ যাদব যাতে পাকিস্তানের নাগরিক আদালতে আবেদন করতে পারেন, তার জন্য সেনা আইন সংশোধন করতে চলেছে পাক সরকার।

কুলভূষণ যাদবকে পাকিস্তানের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। বর্তমান আইন অনুযায়ী, তাঁর আবেদন করার সুযোগ নেই। ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে ২০১৭ সালে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের আদালত।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) নির্দেশে জুলাই মাসে ভারতকে কনস্যুলার অ্যাকসেস দেয় পাকিস্তান। এসময় কুলভূষণের মৃত্যুদণ্ডের রায়কে পুনর্বিবেচনা করার কথা বলে পাক আদালত। পাকিস্তানি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের শর্ত মেনে দেশের সেনা আইন পরিবর্তন করে কুলভূষণ যাদবকে নাগরিক আদালতে আবেদন করার অধিকার দেবে।

কুলভূষণ যাদবকে মামলাটির পাকিস্তানের সেনা আদালতে হয়েছে। পাকিস্তানের সেনা আইন অনুযায়ী, এই ধরনের ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে আবেদনের সুযোগ দেয়া হয় না। কিন্তু আইনে বিশেষ সংশোধন করা হবে কুলভূষণ যাদবের জন্য।