Sunday, March 16, 2025
Latestআন্তর্জাতিক

খরচ চালানোর জন্য হাফিজ সইদকে ব্যাঙ্ক থেকে টাকা তোলার অনুমতি দিন, রাষ্ট্রপুঞ্জে আর্জি পাকিস্তানের

নিউ ইয়র্ক: সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়ার জন্যে বারবার গোটা বিশ্বে কাছে নিন্দার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। পরিস্থিতি নিজেদের পক্ষে আনতে বর্তমান সময়ে বারবার পাকিস্তান দাবি করছে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। তবে  পাকিস্তান যে এখনও জঙ্গিদের পাশেই রয়েছে, তার প্রমাণ মিলল রাষ্ট্রপুঞ্জে জঙ্গিনেতা হাফিজ সইদের পক্ষে পাকিস্তানের সাফাইয়ে।

২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী ও রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় থাকা জঙ্গিনেতা হাফিজ সইদের হয়ে প্রকাশ্যে সওয়াল করে পাকিস্তানের আবেদন, হাফিজ সইদকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক। যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সইদ তার পরিবারের ন্যূনতম খরচ চালাতে পারে। এ ব্যাপারে কোনও আপত্তি না-ওঠায় রাষ্ট্রপুঞ্জ পাকিস্তানের দাবি মঞ্জুর করেছে।

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের আবেদন ছিল, UNSC-র রেসোলিউশন মেনে সইদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রেখেছে পাকিস্তান সরকার। তবে এখন তার পরিবারের নূন্যতম খরচ মেটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক।

চলতি বছরের মে মাসে পাক সন্ত্রাস দমন শাখা হাফিজ সইদ ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর গত ১৭ জুলাই সইদকে গ্রেফতার করা হয়। তবে ভারত বরাবরই দাবি করে আসছে, আসলে গোটাটাই একটা নাটক, লোক দেখানো। প্রথম থেকেই সন্ত্রাসে মদত দিয়ে চলেছে পাকিস্তান। হাফিজ সইদকে স্পেশ্যালি ডেসিগনেটেড গ্লোবাল টেররিস্ট তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। বর্তমানে হাফিজ সইদকে ব্যাপক নিরাপত্তা বলয়ে লাহোরের লখপত জেলে রাখা হয়েছে।