পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবেন না মোদী: ইসলামাবাদ
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মার্কিন সফরের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারের আবেদন খারিজ করে দিল ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আমরা ভারতীয় হাই কমিশনকে জানাচ্ছি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানের জন্য আমরা আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেব না।
আগামী ২১-২৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী। তাই মোদীর বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল নয়াদিল্লি। তবে সেই আবেদন বুধবার খারিজ করে দিল ইসলামাবাদ।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভিভিআইপি বিশেষ বিমানের ওভারফ্লাইট ছাড়পত্র প্রত্যাখ্যান করল পাকিস্তান। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া ওয়ান কোনও বাণিজ্যিক উড়ান নয়, এটি একটি ভিআইপি উড়ান। যে কারণে আন্তর্জাতিক রীতি মেনে মোদীর মার্কিন সফরের জন্য সে দেশের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়ে পাক প্রশাসনের কাছে আবেদন করেছিল ভারত। তবে সেই আবেদন খারিজ করে দিল পাক সরকার।
তিনি আরও বলেন, পাকিস্তানের উচিৎ আন্তর্জাতিক প্রোটোকল মেনে চলা। পাশাপাশি, একতরফা ভাবে ব্যবস্থা নেওয়ার পুরানো অভ্যাসটিও ত্যাগ করা উচিত। এর আগে চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য পাক আকাশসীমা ব্যবহারের আবেদনও খারিজ করে দিয়েছিল পাকিস্তান।